স্টাফ রিপোর্টার : শনিবার দুপুরে গ্রেপ্তার হয়েছেন ময়মনসিংহ – ৬ (ফুলবাড়িয়া ) আসনের জামায়াতের এমপি প্রার্থী এবং কেন্দ্রীয় জামাত নেতা অধ্যাপক জসীম উদ্দীন। দুপুর ২.৩০ টার দিকে এসআই আলাউদ্দিনের নেতৃত্বে একদল ডিবি পুলিশ অধ্যাপক জসীম উদ্দিনের বাসা থেকে গ্রেফতার করে একটি প্রাইভেট কারে করে ফুলবাড়িয়া থানায় নিয়ে যায় । ফুলবাড়িয়া থানা থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ময়মনসিংহ জেলা ডিবি অফিসে নিয়ে যাওয়া হচ্ছে।
এ ব্যাপারে অধ্যাপক জসীম উদ্দিনের ছেলের কাছে কেন গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে বলেন, কোন গ্রেফতারি পরোয়ানা বা নতুন কোনো মামলা না থাকার পরেও ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় । তিনি একজন অসুস্থ মানুষ এবং হার্টের বাইপাস সার্জারি করা রোগী। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া তিনি অন্য কোন অপরাধের সাথে জড়িত নেই। অসুস্থতা এবং মানবিক দিক বিবেচনায় পুলিশ তাকে ছেড়ে দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক জসীম উদ্দীনের ছেলে।