বিজিএমইএ ইউনিভার্সিটি ফ্যাশন এবং টেকনোলজির ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ত্রাণ বিতরণ

Bgmeaবিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফেশন এন্ড টেকনোলজি অধিনস্ত (BUFT Mymensingh Students’ Association)  ময়মনসিংহ সিটি কর্পোরেশনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় দিনমজুর মাঝে ১০ দিনের খাদ্য সামগ্রি দেয়া হয়। ৮ই এপ্রিল উপহার সামগ্রীর প্রদানে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফেশন এন্ড টেকনোলজির ময়মনসিংহ বিভাগীয়  প্রাক্তন ছাত্র ছত্রী এবং বর্তমান অধ্যায়নরত ছাত্র ছাত্রী অনুদানে  কার্যক্রমটি পরিচালনা করেন।

অনুদানের জন্য ৩৬টি পরিবারের নিবন্ধন করে তাদের হাতে ১০ দিনের ত্রান-সাহায্য পৌছে দেওয়া হয়। ময়মনসিংহ পুলিশ লাইনের পেছনে ১০ জন, ময়মনসিংহ স্টেডিয়ামের পেছনে ১০ জন এবং খাকডহর এ ১৬ জন দু:স্থ দিনমজুর এর কাছে ত্রান-সাহায্য প্রদান করা হয়।প্রত্যেক ব্যক্তিকে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম সয়াবিন তেল,১ কেজি পেয়াজ, একটি সাবান প্রদান করা হয়।

Share this post

scroll to top