বর্তমানে মহামারী করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন নিজ নিজ বাসায় অবস্থান করা। কিন্তু প্রতিদিন কাজ না করলে পেটে খাবার জুটে অনেকেরই। সেইসব অসহায় ও সুবিধাবঞ্চিত ৬০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ। “বাড়িয়ে দেই সহযোগিতা জাগ্রত করি মানবতা” স্লোগানকে সামনে রেখে সংগঠনটি এ ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করে।
গত ৭ই এপ্রিল নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ চাঁদখানা এলাকায় এবং পঞ্চগড় সদরের মাগুরা ইউনিয়নের আয়মা ঝলই গ্রামে এবং ৯ এপ্রিল কুষ্টিয়া জেলার জগতি গ্রামে তিন ধাপে ত্রাণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে ওই স্বেচ্ছাসেবী সংগঠন।
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিকল্পে প্রতিটি প্যাকেটের গায়ে লিখা হয় বিভিন্ন সতর্কতা মূলক স্লোগান ।
জানা যায়, নীলফামারীতে ৮০৭৭ টাকা দিয়ে ২৫ টি পরিবারে, পঞ্চগড়ে ৬১০০ টাকা দিয়ে ২০ টি পরিবারে এবং কুষ্টিয়ায় ৪৫৯০ টাকা দিয়ে ১৫ টি পরিবারের কাছে খাবার পৌঁছে দেয়া হয়েছে। প্রতি প্যাকেটে চাল-৩-৪ কেজি, ডাল- ১/২ কেজি, তেল – ১/২ কেজি, পিঁয়াজ- ১ কেজি, আলু- ১-২ কেজি , লবন- ১/২কেজি এবং ১টি সাবান সরবরাহ করা হয়।