ঢাকাFriday , 10 April 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

৬০ পরিবারের মাঝে বাকৃবির হাসিমুখের ত্রাণ বিতরণ

Link Copied!

BAU news pic 54বর্তমানে মহামারী করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন নিজ নিজ বাসায় অবস্থান করা। কিন্তু প্রতিদিন কাজ না করলে পেটে খাবার জুটে অনেকেরই। সেইসব অসহায় ও সুবিধাবঞ্চিত ৬০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ। “বাড়িয়ে দেই সহযোগিতা জাগ্রত করি মানবতা” স্লোগানকে সামনে রেখে সংগঠনটি এ ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করে।

গত ৭ই এপ্রিল নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ চাঁদখানা এলাকায় এবং পঞ্চগড় সদরের মাগুরা ইউনিয়নের আয়মা ঝলই গ্রামে এবং ৯ এপ্রিল কুষ্টিয়া জেলার জগতি গ্রামে তিন ধাপে ত্রাণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে ওই স্বেচ্ছাসেবী সংগঠন।

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিকল্পে প্রতিটি প্যাকেটের গায়ে লিখা হয় বিভিন্ন সতর্কতা মূলক স্লোগান ।

জানা যায়, নীলফামারীতে ৮০৭৭ টাকা দিয়ে ২৫ টি পরিবারে, পঞ্চগড়ে ৬১০০ টাকা দিয়ে ২০ টি পরিবারে এবং  কুষ্টিয়ায় ৪৫৯০ টাকা দিয়ে ১৫ টি পরিবারের কাছে খাবার পৌঁছে দেয়া হয়েছে। প্রতি প্যাকেটে     চাল-৩-৪ কেজি, ডাল- ১/২ কেজি, তেল – ১/২ কেজি, পিঁয়াজ- ১ কেজি, আলু- ১-২ কেজি , লবন- ১/২কেজি এবং ১টি সাবান  সরবরাহ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।