খুব বেশি সময় হয়নি ক্রিজে এসেছেন। আর এরই মধ্যে হাফসেঞ্চুরি করে ফেলেছেন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে টি-২০ স্টাইলেই ফিফটি হাঁকালেন তিনি। ৫০ বলে ৫০ রান করলেন। তবে এর মধ্যে ৩৮ রানই তিনি তুলেছেন চার-ছক্কা হাঁকিয়ে। আট বাউন্ডারি আর এক ছক্কায় অর্ধশত সাজিয়েছেন লিটন। মধ্যাহ্নের বিরতির আগে তার সংগ্রহ ৫৩ রান। সাথে আছেন মাহমুদুল্লাহ ৭৫ রান নিয়ে।
বাংলাদেশের সংগ্রহ ৩৮৭ রান।
এর আগে সকালে ক্রিজে নেমেছিলেন সাকিব-মাহমুদুল্লাহ জুটি। ৫৫ রান নিয়ে ব্যাট করতে নেমেছিলেন সাকিব আল হাসান আর ৩১ রান নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ। এ জুটি ভালোভাবেই দিনের শুরুটা করেছিলেন। পার্টনারশিপের সেঞ্চুরি করে এগিয়ে ছিল কিছুটা পথ। এর মধ্যেই হাফসেঞ্চুরি তুলে নিয়েছিলেন মাহমুদুল্লাহ। আর সাকিব সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু দলের সংগ্রহ ৩০০ পেরতেই বিপদ। কেমার রচের বলে সাজঘরে ফিরলেন সাকিব। তখন তার সংগ্রহ ছয় বাউন্ডারিতে ৮০ রান।