টঙ্গীর পশ্চিম থানার আউচপাড়া মোল্লাবাড়ি এলাকায় সাকিব (১৬) নামে এক কিশোর জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার (৮ এপ্রিল) ভোর রাত সোয়া ৩টার দিকে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গাজীপুর মেট্রোপলিটন (জিএমপির) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।
সাকিব ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি এলাকার বিল্লাল হোসেনের ছেলে। বিল্লাল হোসেন জানান, টঙ্গীর পশ্চিম থানার আউচপাড়া মোল্লাবাড়ি এলাকায় ভাড়া বাসায় প্রায় ২০ বছর ধরে দুই ছেলে, এক মেয়ে, স্ত্রী ও শাশুড়িকে নিয়ে বসবাস করে আসছেন। তার বড় ছেলে সাকিব গত কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ৬ এপ্রিল তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মারা যাওয়ার পর ছেলের লাশ চাইলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে দেয়নি। তিনি টঙ্গীর ভাড়া বাসায় ফিরে গেছেন। তার পরিবারের সবাই ঘরে অবস্থান করছেন। বুধবার বিকাল পর্যন্ত স্বাস্থ্য বিভাগ বা প্রশাসনের কেউ তাদের বাসায় যায়নি।
ওসি বলেন, ‘মোবাইল ফোনে খবর পেয়ে বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লাকে জানিয়েছি। সিভিল সার্জন সাহেবকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফোন রিসিভ না করায় ঘটনাটি বলতে পারিনি। আপাতত লোক চলাচল সীমিত করার জন্য ওই বাড়ির রাস্তাটি লকড করা হয়েছে।’
গাজীপুর মহানগরীর ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা জানান, বিষয়টি গাজীপুরের সিভিল সার্জনকে জানালে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষার পর লাশ ফেরত দিলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করার পরামর্শ দেন। স্থানীয়ভাবে ওই পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। তবে এখনও কেউ তাদের কারও নমুনা নেয়নি। কুর্মিটোলা হাসপাতালে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কেউ ফোন রিসিভ করেনি।