ঢাকাThursday , 9 April 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দেশে করোনায় নতুন আক্রান্ত ১১২, মোট ৩৩০

Link Copied!

coronavirus_update

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে একজনের এবং আক্রান্ত হয়েছেন ১১২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ জনে এবং আক্রান্ত ৩৩০ জন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য অধিদফতরের আজকের ব্রিফিংয়ে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা হয়েছে ১০৯৭টি। আইসোলেশনে পাঠানো হয়েছে ৩৭ জনকে। এ নিয়ে মোট আইসোলেশন সংখ্যা ১৩৫ জন। এ সময়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ১৪৯ জনকে।

ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নতুন মারা যাওয়া ব্যক্তি ঢাকার বাসিন্দা ৬০-ঊধ্ব একজন পুরুষ।

আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকার-৬২ জন, দ্বিতীয় অবস্থানে নারায়ণগঞ্জ ১৩ জন ও অন্যরা বিভিন্ন জেলার।

তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে ১০ বছরের নিচে রয়েছে ৩ জন।

গত কয়েকদিন ধরে পরীক্ষা সংখ্যা বাড়ানোর পর থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।

১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।