টাঙ্গাইলে করোনার উপসর্গে মৃত্যু : ৫ বাড়ি লকডাউন

covid

টাঙ্গাইল শহরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর পর পাঁচটি বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।

টাঙ্গাইল সদরের ইউএনও আতিকুল ইসলাম জানান, মৃত ব্যক্তির বাড়িসহ আশেপাশের পাঁচটি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। বুধবার রাত ১টার দিকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে নির্দিষ্ট নিয়ম মেনে সরকারি টিম তার জানাযা ও দাফন সম্পন্ন করে। এখন তার নমুনার রিপোর্ট পেলে জানা যাবে, তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

স্থানীয় পৌর কাউন্সিলর মো: হুমায়ুন জানান, ওই ব্যক্তি কিছুদিন ধরে ঠাণ্ডা, জ্বর, কাশি, গলা ব্যথা ও শাসকষ্টে ভুগছিলেন। এজন্য মঙ্গলবার দুপুরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। বুধবার বিকেলে তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে তিনি মারা যান। আগে ব্যবসা করলেও বর্তমানে তিনি বাড়িতেই থাকতেন বলে জানান কাউন্সিলর।

Share this post

scroll to top