কিশোরগঞ্জে করোনা রোগীদেরচিকিৎসা জেনারেল হাসপাতাল কিশোরগঞ্জে একজনের করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনায় করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতাল প্রস্তুতির তোড়জোর শুরু হয়েছে। ৮ এপ্রিল বুধবার বিকালে জেলা করোনা প্রতিরোধ জেলা কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত নেয়া হয়, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে কেবলমাত্র করোনা রোগীদের চিকিৎসার জন্য ‘ডেডিকেটেড’ হাসপাতাল হিসেবে প্রস্তুত করা হবে। এখানে অন্য কোন রোগী রাখা হবে না। যারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, তাদেরকে অন্যত্র স্থানান্তর করা হবে।
জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি কমিটি যাবতীয় সরঞ্জাম ও জনবল দিয়ে হাসপাতাল প্রস্তুতের বিষয়টি তদারকি করবে। দু’এক দিনের মধ্যেই হাসপাতাল প্রস্তুত করা হবে। আর হাসপাতালের প্রবেশ পথে করোনা সংক্রান্ত সাইনবোর্ড দেয়া হবে যেন কেউ সাধারণ রোগীদের নিয়ে সেখানে না যান। সভায় বর্তমান পরিস্থিতিকে খুব নাজুক উল্লেখ করে সবাইকে সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহবান জানানো হয়। প্রত্যেকেই দায়িত্বশীল ভূমিকা পালন না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেও সবাইকে হুশিয়ার করে দেয়া হয়। আর নিয়মবিধি না মানলে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী জনস্বার্থেই কঠোর ভূমিকা নেবে বলেও সতর্ক করে দেয়া হয়।
সভায় আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), কমিটির উপদেষ্টা জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, জেলা স্বাচিপ সভাপতি ডা. দীন মোহাম্মদ, সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, পৌর মেয়র মাহমুদ পারভেজ, পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা বিএমএ সম্পাদক ডা. আব্দুল ওয়াহাব বাদল।