কালিয়াকৈরে কাশি ও শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু

covid

গাজীপুরের কালিয়াকৈরে কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীর কুমার সরকার।

চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু জানান, বুধবার দুপুরে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ছিলেন।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীর কুমার সরকার বলেন, নিহত ব্যক্তি শ্বাসকষ্টজনিত (হাঁপানি) রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। খবর পেয়ে আমাদের স্বাস্থ্যকর্মী গিয়ে নিহত বৃদ্ধ ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেছে।

নিহতের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত হতে নমুনা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে আইইডিসিআরে পাঠানো হবে বলেও জানান তিনি।

Share this post

scroll to top