নারায়ণগঞ্জ থেকে করোনার উপসর্গ নিয়ে কয়েক দিন আগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সরিষায় নিজ বাড়িতে আসেন এক দম্পত্তি। কিন্তু বাড়ির আশপাশের লোকজন পরিবারের সদস্যদের মাঝে করোনার উপসর্গ দেখে বাড়ি থেকে বিভিন্ন কৌশলে বের করে দেন। অতপর ওই পরিবারটি আত্বীয়তার সুবাধে উপজেলার সোহাগী ইউনিয়নের রুইয়ারচর গ্রামের কদ্দুসের বাড়িতে উঠে। সম্পর্কের খাতিরে ওই দম্পত্তি কদ্দুসের ভাগিনা হওয়ায় আশ্রয় পান সেখানে। কিন্তু ঘটনা হীতে বিপরীত হতে থাকে। এরই মধ্যে এলাকাবাসী নিশ্চিত হন যে, জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত ওই পরিবার নারায়গঞ্জে করোনায় মৃত এক ব্যক্তির বাড়িতে থাকত। কয়েকদিন আগে যখন নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ওই বাড়ির মালিক মারা যান তখনই নিজ বাড়ি ঈশ্বরগঞ্জে ফিরে আসেন তারা। এই দম্পত্তি নারায়ণগঞ্জের ওই বাড়িতে কাজ করতো।
এব্যাপারে ওই এলাকার এ্যাডভোকেট এমদাদুল হক জানান, কদ্দুসের ভাগিনার পরিবারের সদস্যদের মাঝে করোনার উপসর্গ রয়েছে। তাছাড়া তারা নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এমন একটি পরিবার থেকে কয়েকদিন আগে এসেছে। ইতোমধ্যে এলাকাবাসী বিষয়টি থানায় জানালে ঈশ্বরগঞ্জ থানা থেকে এসআই মহসিন আসে। কিন্তু ওই এসআই বাড়িতে না ঢুকেই চলে যায়। আমার মতে, এদের চিকিৎসা করানো দরকার । অন্যথায় তাদের করোনার টেস্ট করে এলাকাবাসীকে নিশ্চিত করা দরকার যে, তারা করোনায় আক্রান্ত নন।
এব্যাপারে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব নুরুল হুদা খান ময়মনসিংহ লাইভকে বলেন, বিষয়টি জেনেছি। আমাদের স্বাস্থ্য কর্মীরা ওই এলাকায় যাচ্ছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।
এব্যাপারে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন ময়মনসিংহ লাইভকে বলেন, আমি শুনেছি ঘটনাটি। তবে তাদের মধ্যে একজনের সর্দি, জ্বর রয়েছে। তাদেরকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।