অসহায়-দুস্থদের মাঝে আমালের ত্রাণ বিতরণ

আমালকরোনা ভাইরাসের বিস্তার রোধে দেশে চলছে অঘোষিত লকডাউন। এতে করে হতদরিদ্র, অস্বচ্ছল, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের দৈনিক খাওয়া যোগাড় করতে বেশ হিমশিম খেতে হচ্ছে। সেইসব মানুষের পাশে দাড়িয়েছে ফোবস্ ম্যাগাজিনে স্থান পাওয়া স্বেচ্ছাসেবি সংগঠন আমাল ফাউন্ডেশন। এখন পর্যন্ত  দেশের ৫ জেলায় (ঢাকা, নারায়ণগঞ্জ বগুড়া, কক্সবাজার, ফরিদপুর) অসহায় মানুষেরা এ ত্রাণ পেয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে আমাল ফাউন্ডেশনের পরিচালক ইশরাত করিম ইভ বলেন, করোনার বিরুদ্ধে সচেতননতা প্রোজেক্টের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাড়াতে “রুখবো করোনা” কর্মসূচির অংশ হিসাবে এ ত্রাণ বিতরণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে এক হাজার পরিবারের খাদ্যের যোগান দেয়ার উদ্যোগ নিয়েছি আমরা। এছাড়াও আমরা রাস্তার মোড়ে মোড়ে বেসিন স্থাপন, অবলা প্রাণিদের জন্য খাবার বিতরণসহ বিভিন্ন কার্যক্রম সারাদেশে পরিচালিত করছি।

Share this post

scroll to top