ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এক ব্যক্তি করোনা উপসর্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ায় দু’দিন ধরে ওই ব্যক্তির লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হিম ঘরে পড়ে রয়েছে।
জানা যায়, মৃত ব্যক্তি উপজেলার বড়হিত ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের রফিকুলের পুত্র রহমত উল্লাহ (৪০) তিন দিন ধরে শ্বাসকষ্ট ও হৃদ রোগে আক্রান্ত হলে রোববার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নম্বর ওয়াডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে সে মারা যায়।
মৃত ব্যক্তির বড় ভাই হেদায়েত উল্লাহ জানান, তার ভাইয়ের মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ডাক্তাররা নমুনা সংগ্রহ করে নিয়েছেন। এ রিপোর্ট পাওয়ার পর লাশ হস্তান্তর করা হবে। মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হিম ঘরেই রয়েছে।
এ সম্পর্কে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূরুল হুদা খান বলেন, রহমত উল্লাহ ময়মনসিংহ মেডিকেল কলেজে মারা যাওয়ায় তার করোনা পরীক্ষর জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এ রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।