নলছিটিতে করোনা সন্দেহে শিশুর মৃত্যু, ১২ জন হোম কোয়ারেন্টিনে

ঝালকাঠির নলছিটি উপজেলা বিকপাশা গ্রামে করোনা উপসর্গ নিয়ে রাবেয়া আক্তার কলি নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ছাড়াও সে কিডনি সমস্যায় ভুগছিলো বলে তার পরিবার জানিয়েছে।

এদিকে ওই শিশুর সংস্পর্শে থাকা খালাতো ভাই নয়ন (১৬) জ্বরে আক্রান্ত হয়েছে।

এ ঘটনায় ওই বাড়িটি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। বাড়িতে বসবাসকারী ১২জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেওয়া হয়। এতে বিকপাশা গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Share this post

scroll to top