করোনা সন্দেহে ময়মনসিংহের গফরগাঁও থেকে গত পাঁচ দিনে ৯ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন রোগীরা উপজেলার বাসিন্দা এবং তারা জ্বর, সর্দি, কাশি উপসর্গে ভুগছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। তাই তাদের বাসিন্দাদের আলাদাভাবে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাইনুদ্দিন খান মানিক এ তথ্য নিশ্চিত করে জানান, সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়েছে। এ পর্যন্ত সাতজনের পরীক্ষার রিপোর্ট হাতে এসেছে। প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।
আর দুজনের রিপোর্ট এখনো আসেনি। কোনো রিপোর্ট পজিটিভ এলে পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।