নবেল করোনার প্রভাব পড়েছে সারা বিশ্বজুড়ে। প্রতিদিনই বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে মারা যাচ্ছে শতশত মানুষ। বাংলাদেশেও করোণার প্রভাব বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। বন্ধ বাসসহ গণপরিবহন যানবাহনগুলো। এমন অবস্থায় নিঃস্ব হয়ে পড়েছে পরিবহন খাতের সাথে যুক্ত শ্রমিকরা ।
গাড়ির চাকা বন্ধ সেই সাথে বন্ধ হয়ে গেছে শ্রমিকদের সংসারের চাকাও। দিন এনে দিন খাওয়া এইসব শ্রমিকরা করোনায় কাছে যেন পুরোপুরি অসহায় হয়ে পড়েছে। তবে তাদের এই দুরবস্থায় তাদের পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের নেতারা। শ্রমিকের হাতে তুলে দিয়েছেন খাদ্য সামগ্রী ।
সোমবার দুপুরে পৌর শহরের বিরিশিরিতে প্রায় দুই হাজার শ্রমিকদের হাতে চাল, ডাল, তেল, সাবান ও ফেস মাক্স বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, এএসপি সার্কেল মাহমুদা শারমীন নেলী, ওসি মিজানুর রহমান, জেলা শ্রমিক ইউনিয়ন নেতা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, প্রেসক্লাব নেতৃবৃন্দ, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম জানান, গত কয়েকদিন যাবত সারাদেশের লকডাউন থাকায় দোকানপাট থেকে শুরু করে যাত্রীবাহী বাসসহ গণপরিবহনকারী সকল যানবাহন চলাচল বন্ধ । এমন অবস্থায় দিন এনে দিন খাওয়া আমাদের শ্রমিক ভাইয়েরা আজ অনেকটাই অসহায় হয়ে পড়েছে । আমরা চেষ্টা করছি তাদের মুখে দু’মুঠো খাদ্য সামগ্রী তুলে দেওয়ার। পাশাপাশি এই সময় তারা যাতে আরো সতর্ক থাকে এবং পরিবার সদস্যদের যাতে নিরাপদে থাকে তার জন্য আমরা তাদের দিকনির্দেশনা দিয়ে যাচ্ছি।