করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে আছে গোটা দেশ। অসহায় হয়ে পড়েছেন দৈনিক আয়ের উপর নির্ভরশীল মানুষেরা। আয় বন্ধ হয়ে যাওয়ায় সংকটে পড়েছেন তৃতীয় লিঙ্গের মানুষরাও। সমাজের অবহেলিত এসব মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত।
নিজ এলাকা ময়মনসিংহে বেশ কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি তুলে দেন মোসাদ্দেক। গত সপ্তাহেও দরিদ্র অসহায়দের মাঝে জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে নেই, সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচও খেলেননি মোসাদ্দেক। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জাতীয় দলের ২৭ ক্রিকেটার যে অনুদান তুলেছেন সেখানে শরীক হতে পারেননি মোসাদ্দেক। মাঠের সতীর্থদের সঙ্গে সম্মিলিতভাবে না পারলেও নিজ উদ্যোগে ঠিকই দুস্থদের পাশে দাঁড়িয়েছেন তিনি।