করোনাভাইরাস শনাক্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিলো। ৬১ জনের সবারই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ।
এর আগে শুক্রবার শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টার মধ্যেই শেরপুর জেলা থেকে ১০টি, জামালপুর থেকে ১০টি, নেত্রকোনা থেকে ১৬টি এবং ময়মনসিংহ জেলার ২৫ ব্যক্তির নমুনা মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে সংগ্রহ করা হয়।