ময়মনসিংহে করোনায় ভয়াবহতার মাঝে যানবাহন চলাচল সীমিত থাকায় এবার মদ পাচার করা হচ্ছে অ্যাম্বুলেন্স করে। ময়মনসিংহের মুক্তাগাছায় অ্যাম্বুলেন্সে মদ পাচারের অভিযোগে এমনি ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, এ্যাম্বুলেন্স চালক সজিব মনির ঋষিদাস , অমর হরিজন ও নেহাল পাল। তারা সদর উপজেলার কোতয়ালী থানার বাসিন্দা ।
শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরের দিকে মুক্তাগাছা শহরের ফাঁড়ি পুলিশ স্টেশনের সামনে ময়মনসিংহ- মুক্তাগাছা সড়কে এ অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, মুক্তাগাছার ঋষিপাড়া থেকে চোলাই মদ সংগ্রহ করে চালকসহ তিন জন দ্রুতগতিতে আ্যাম্বুলেন্সটিকে নিয়ে যাচ্ছিল। গোপন খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ আ্যাম্বুলেন্স ও মিনারেল ওয়াটারের বোতলে রাখা বেশকিছু বোতল চোলাই মদ জব্দ এবং চালকসহ ৩ জনকে গ্রেফতার করে।
মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে আ্যাম্বুলেন্সে মদ পাচারের ঘটনা অকল্পনীয় ও দু:খজনক । সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদক আইনে মামলা ও ময়মনসিংহ আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে ।