ধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি বিশ্বাস করি, দেশে যারা রাজনীতি করেন, যারা নির্বাচনে অংশ নেবেন, তারা নির্বাচনী আইন, বিধিমালা মেনে নির্বাচনে অংশ নেবেন।
আগারগাঁওস্থ নির্বাচন ভবনে আজ বৃহস্পতিবার সকালে নির্বাচনের সাথে সম্পৃক্ত ঢাকা, চট্টগ্রাম ও গাজিপুরের সরকারী কর্মকর্তাদের দু’দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মো: মোখলেসুর রহমান ও ইটিআই ডিজি মোস্তফা ফারুক।
সিইসি বলেন, আমরা যেটা আশা করেছিলাম একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে, আমাদের সে আশা পূরণ হয়েছে। আশা করেছিলাম প্রতিযোগিতাপূর্ল নির্বাচন হবে, সে প্রত্যাশাও পূর্ণ হয়েছে। তিনি বলেন, আশা করেছিলাম সবদলের অংশগ্রহনে নির্বাচন হবে। সেই অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশও সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, যারা প্রার্থী তাদের পরিচয় তারা শুধুই প্রার্থী। তাদের কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি পরিচয় থাকবে না।