কিশোরগঞ্জে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

Arrestকিশোরগঞ্জের কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে এক ভুয়া ম্যাজিস্ট্রেট ও তার দুই সহযোগী আটক হয়েছেন। গত সোমবার রাতে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার একটি ফার্মেসিতে অভিযান চালানোর সময় জনতা তাদের আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

কটিয়াদী থানার ওসি এম এ জলিল বিষয়ে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় ইসরাইল মিয়ার ফার্মেসিতে ম্যাজিস্ট্রেট পরিচয়ে সাবরিনা সুলতানা এ্যানি (২৮) ও তার দুই সহযোগী এইচ এম আব্বাস (৩২) এবং শাজিদুল হক রাসেল (২৬) অভিযানের নামে টাকা দাবি শুরু করেন। এ সময় এলাকাবাসী তাদের আটক করেন। পরে এলাকাবাসী খোঁজ নিয়ে জানতে পারেন সাবরিনা সুলতানা এ্যানি নামে কিশোরগঞ্জে কোনো ম্যাজিস্ট্রেট নেই। এ সময় বিক্ষুব্ধ জনতা গণধোলাই দিয়ে পুলিশের কাছে তাদের সোপর্দ করে।

Share this post

scroll to top