ঢাকাWednesday , 1 April 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

হজযাত্রীদের অপেক্ষার নির্দেশ সৌদি আরবের

Link Copied!

সৌদি আরব করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সকল হজযাত্রীকে অপেক্ষা করতে বলেছে। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় সৌদির রাষ্ট্রীয় টিভিতে বিষয়টি জানিয়েছে।

সৌদি আরব করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় মার্চের শুরুতেই ওমরাহ স্থগিত করে। ওই পদক্ষেপের পরেই হজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সৌদি মন্ত্রী মোহাম্মদ সালেহ বাতেন রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়ায় বলেছেন, আমরা হজযাত্রী ও ওমরাহ আগ্রহী সবাইকে সেবা দিতে পুরোপুরি তৈরি। তবে বর্তমান বিশ্বে এই মহামারি কারণে সাবধানতা প্রয়োজন। আমরা নাগরিকদের স্বাস্থ্য রক্ষার কথা বিবেচনায় রেখেছি। তাই পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত সব মুসলিম ভাই ও বোনকে হজ চুক্তির জন্য অপেক্ষা করতে বলছি।

সৌদি আরব ওমরাহ স্থগিত করার পাশাপাশি দেশটি সকল আন্তর্জাতিক ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। মার্চের শেষের দিকে মক্কা ও মদিনাসহ কয়েকটি শহরে প্রবেশ নিষিদ্ধ করেছে।

প্রতিবছর সারাবিশ্ব থেকে জুলাইয়ের শেষের দিকে প্রায় আড়াই লাখ ধর্মপ্রাণ মুসলিম সৌদি আরবে হজের উদ্দেশে যাত্রা করে। তবে এ বছর করোনাভাইরাস আক্রমণে এটি অনিশ্চয়তার মধ্যে পরেছে।

সৌদি আরবে এখন পর্যন্ত এক হাজার ৫৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মৃতের সংখ্যা ১০ জন।

সূত্র : আল জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।