সাজ্জাতুল ইসলাম : একাদশ জাতীয় সংসদ নিবার্চনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে এমপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩জন।
সহকারী রির্টানিং অফিসার ও গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম এর দপ্তরে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ থেকে ৬জন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত নাজিম উদ্দিন আহম্মদ এমপি, আওয়ামী লীগ নেতা আলী আহম্মদ খান পাঠান সেলভী, নাজনীন আলম, শরীফ হাসান অনু, ড. সামিউল আলম লিটন, ও মোর্শেদুজ্জামান সেলিম। আর বিএনপি থেকে তিনজন হলেন বিএনপি মনোনীত আহম্মেদ তায়েবুর রহমান হিরণ, ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও ডা. মো: আবদুস সেলিম। এছাড়াও আব্দুল মতিন (ন্যাপ কুড়েঁঘর), প্রানেশ চন্দ্র পন্ডিত (তরিকত ফেডারেশন), আইয়ুব আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), হারুন-আল বারী (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), গোলাম মোহাম্মদ (জাকের পার্টি)। তাদের মধ্যে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও ড. সামিউল আলম লিটন ময়মনসিংহ রির্টানিং অফিসারের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন।