করোনাভাইরাস সংক্রমণ রোধে বুধবার ময়মনসিংহে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব অষ্টমী স্নান, বাসন্তী পূজা অর্চণা ও মেলা বন্ধ থাকছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের এই অষ্টমী স্নান উৎসবে যোগ দিতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিবছর হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে থাকে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে।
কিন্তু করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জনসমাগম ঘটানোর ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকায় অষ্টমী স্নানোৎসব পালন না করার সিদ্ধান্ত নিয়েছে নেতৃবৃন্দ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শংকর সাহা জানান, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন থাকতে হবে। তাই জনসমাগম না ঘটানোর জন্য সরকারি বিধি-নিষেধ থাকায় এবার অষ্টমী স্নান ও মেলা বন্ধ রাখা হয়েছে। এ উপলক্ষে মন্দিরেও ধর্মীয় সকল কার্যক্রম সীমিত আকারে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।