ময়মনসিংহে হোম কোয়ারেন্টাইনে থাকা ১০৭২ জন বিদেশ ফেরতের মধ্যে ৬৪১ জন ছাড়পত্র পেয়েছেন। জেলায় এখনও পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগীর সন্ধান পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ সিভিল সার্জন এবিএম মশিউর আলম বলেন, জেলার বিভিন্ন উপজেলায় ১০৭২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। তারা প্রত্যেকেই বিদেশ ফেরত। এর মধ্যে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইন থেকে ৪৬ জনসহ মোট ৬৪১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদের শরীরে করোনাভাইরাসের কোন লক্ষণ নেই। অতিরিক্ত সতর্কতার কারণে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে, এখনো পর্যন্ত ময়মনসিংহে কোন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি বলেও জানান তিনি।
এদিকে করোনা সচেতনতায় প্রশাসনের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। শহরের সব অফিস, আদালত, দোকান-পাট, দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। চলছে শুনশান নিরবতা। মানুষ জন জরুরী প্রয়োজন ব্যতিত ঘর থেকে বের হচ্ছেন না। নানা ঝামেলা থেকে মুক্ত থাকতে অধিকাংশ মানুষ শহর ছেড়ে গ্রামে চলে গেছেন। রাস্তায় অন্যান্যের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন। নিম্ন আয়ের মানুষরা বেশ কষ্টে রয়েছেন।