কুমিল্লায় প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩

কুমিল্লার মুরাদনগরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী ও চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জুলাইপাড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৭), তার স্ত্রী (২৪) এবং প্রাইভেটকার চালক নোয়াখালী কবিরহাট উপজেলার সোনাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে আবদুর রহমান (২৮)।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।

Share this post

scroll to top