সুন্দরবনে বনদস্যুদের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই র‌্যাব সদস্য আহত

সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ সদস্য ও বনদস্যুদের মধ্যে বন্দুকযুদ্ধে দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। সেখান থেকে গুলিবিদ্ধ এক বনদস্যুকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কোদাইল্লা খাল সংলগ্ন জঙ্গলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ওই এলাকায় র‌্যাব সদস্যরা তল্লাশি চালাচ্ছেন।

র‌্যাব-৬ এর কমান্ডর (সিইও) লে. কর্নেল রওশুনুল ফিরোজ জানান, মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কোদাইল্লা খাল সংলগ্ন এলাকায় র‌্যাবের নিয়মিত টহলের সময় বনদস্যুরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গুলি বিনিময় হয়। এতে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক বনদস্যুকে আটক করা হয়েছে। আহতদেরকে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে।

Share this post

scroll to top