একাদশ জাতীয় সংসদ নিবার্চনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মদ তায়েবুর রহমান হিরণ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।
আজ বুধবার দুপুরে সহকারী রির্টানিং অফিসার ও গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের হাতে তিনি পদত্যাগপত্র জমা দেন। স্থানীয় সরকার সচিব বরাবর এই পদত্যাগপত্র জমা দেয়া হয়েছে।
হিরণ ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম বলেন, বুধবার বেলা সোয়া ১টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান তার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন।