পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পাবনার সাঁথিয়া উপজেলায় সোমবার দিবাগত রাতে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে পুলিশ।

নিহত সরোয়ার ওরফে সরো ওরফে শাহীন আলম ওরফে আশিক (৩৬) উপজেলার পুন্ডুরিয়া গ্রামের হারুন অর রশিদ ওরফে হারু ব্যাপারীর ছেলে।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি আন্ত:জেলা ডাকাত দলের সর্দার ও হত্যা মামলার আসামি ছিলেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের ভাষ্য, সাঁথিয়া উপজেলার শামুকজানি বাজারে ডাকাতির উদ্দেশে একদল ডাকাত গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে পাবনা ডিবি ও সাঁথিয়া থানা পুলিশ সেখানে যৌথ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছু সময় গুলিবর্ষণ চলার এক পর্যায়ে ডাকাতদল পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সরোয়ার ওরফে আশিককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, একটি কার্তুজ, একটি চাকু, এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের দু’জন সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Share this post

scroll to top