করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্তে ময়মনসিংহ মেডিকেল কলেজে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন স্থাপন করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত অথবা সন্দেহভাজন রোগীদের শনাক্ত করতে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে ‘পিসিআর’ ল্যাব স্থাপন করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো একটি টেকনিকেল টিম ল্যাবে থাকা আগের একটি বায়ো সেফটি কেবিনেট ও পিসিআর সার্টিফাই করে গেছে। চলছে শেষ মুহূর্তের কাজ। প্রতি তিনঘণ্টায় এই ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা যাবে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার থেকে পরীক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ জানান, মঙ্গলবার থেকে ল্যাবটি চালুর মাধ্যমে করোনাভাইরাসের পরীক্ষা শুরু হবে।