ঢাকাMonday , 30 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে করোনারোধে সমন্বয়কের দায়িত্বে অধ্যাপক ফজলুর রহমান

Link Copied!

bangladeshকরোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গৃহীত স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যালোচনা ও সমন্বয়ের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বাংলাদেশ ইউনভার্সিটি অব হেলথ সায়েন্সেস সেন্টার ফর ইঞ্জুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চের অধ্যাপক ফজলুর রহমানকে দায়িত্ব প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।

এছাড়াও অন্যান্য বিভাগে একজন করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞকে দায়িত্ব প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। দায়িত্বপ্রাপ্তরা হলেন- চট্টগ্রাম বিভাগে স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজ; ঢাকা বিভাগে স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মনির হোসেন; রাজশাহী বিভাগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. লিয়াকত আলী; খুলনা বিভাগে আইসিডিডিআরবির সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডা. ইকবাল আনোয়ার; ময়মনসিংহ বিভাগে বাংলাদেশ ইউনভার্সিটি অব হেলথ সায়েন্সেস সেন্টার ফর ইঞ্জুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চের অধ্যাপক ফজলুর রহমান; সিলেট বিভাগে প্রাইভেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি ডা. এ জে এম ফয়সাল; বরিশাল বিভাগে ইউনিসেফের প্রাক্তন কর্মসূচি সমন্বয়ক ডা. তারিক হোসেন ও রংপুর বিভাগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাবেক পরিচালক ডা. মো. মওদুদ হোসেন।

২৮ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাদের কার্যপরিধিতে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞরা শাসন বিভাগের অন্তর্গত বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গৃহীত স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রস্তুতি অন্যান্য কার্যক্রম পর্যালোচনা করবেন। এ সব কার্যক্রমের সুবিধা এবং বাস্তবসম্মতভাবে বৃদ্ধি ও কার্যকর করার লক্ষ্যে পরামর্শ দেবেন। বিশেষজ্ঞরা বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটিকে করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে জাতীয় পর্যায়ের প্রস্তুতির সঙ্গে সঙ্গতি রেখে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে সমন্বয় করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।