ময়মনসিংহের গৌরীপুরে রেললাইনের পাশে পড়ে থাকা শিশুর লাশের পরিচয় পাওয়া গেছে। শিশুটি উপজেলার কোনাপাড়া গ্রামের মো: আলী বক্সের ছেলে বাবুল মিয়ার ২ বছর ৬ মাস বয়সী মেয়ে জান্নাতুল আক্তার জান্নাত। গত ১৯ মার্চ সকালে গৌরীপুর-ভৈরব রেললাইনের গৌরীপুর পৌর শহরের ২নং রেলক্রসিংয়ের বাড়িওয়ালাপাড়া থেকে জান্নাতের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গৌরীপুর থানার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ শিশুটির লাশ উদ্ধারের পর থেকেই বাবা-মা দুজন পলাতক রয়েছেন।
এলাকাবাসী জানায়, বাবুল মিয়া কতগুলো বিয়ে করেছে তার হিসাব কেউ জানেনা। ৩-৪ মাস পূর্বে ফুটফুটে এ শিশুটিকে নিয়ে কোনাপাড়া গ্রামে আসে জান্নাতের মা রেজিয়া খাতুন। উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের বাবুল মিয়ার তিনি সপ্তম স্ত্রী। রেজিয়ার বাড়ি ময়মনসিংহে হলেও তিনি ঢাকায় থাকতেন। পুলিশ শিশুটির লাশ উদ্ধারের পর থেকেই গত ১০ দিন ধরেই বাড়ি ছাড়া রয়েছেন শিশু জান্নাতের বাবা-মা।