গত ১১ নভেম্বর আওয়ামী লিগের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এর কয়েক দিন পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে মাশরাফির থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ হিসেবে সামনে এসেছিল নির্বাচনের প্রচারণার বিষয়টি।
যদিও পরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অধিনায়কের খেলার বিষয়টি ছিল দোটানায়। তবে ভক্তদের জন্য রয়েছে সুখবর।
অধিনায়কের পারিবারিক সূত্র থেকে জানানো হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সব ম্যাচেই অংশ নিচ্ছেন মাশরাফি। ওয়ানডে সিরিজ শেষ করেই নির্বাচনের কাজে নড়াইলে যাবেন টাইগারদের হয়ে সর্বোচ্চ উইকেট নেয়া এই পেসার।