ময়মনসিংহের গৌরীপুরে শ্বাসকষ্টে আবু সাঈদ (৬৩) নামে একজন মারা যান শনিবার (২৮ মার্চ) সকালে। এদিকে মৃতের দাফন-কাফনেও তৈরি হয় জটিলতা। আবু সাঈদ পৌর শহরের পশ্চিম দাপুনিয়া মহল্লার মৃত কদর উদ্দিনের পুত্র।
মৃতের এক আত্মীয় জমিলা খাতুন অভিযোগ করে বলেন ‘মরণেও এখন ঝামেলা।’
খবরে পেয়ে ছুটে আসেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ রবিউল ইসলাম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন, পৌরসভার কাউন্সিলার শিউলী চৌধুরী ও উপজেলা মনিটরিং টিমের কর্মকর্তাগণ। পরে চিকিৎসার কাগজপত্র দেখে তার দাফনের ব্যবস্থা করা হয়।