ময়মনসিংহে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিদেশফেরত ১০৭২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গত ২৮ মার্চ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ সংখ্যা নির্ধারণ করা হয়। শুধুমাত্র গতকাল শনিবারই (২৮ তারিখ) হোম কোয়ান্টোইনে ১৮২ জনকে নিশ্চিত করা হয়। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়প্রাপ্ত/হোম কোয়ারেন্টাইন/প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র নিয়েছেন ৬৪১জন।
এদিকে ময়মনসিংহে করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, গণ-জমায়েত এড়িয়ে চলা, বিদেশ ফেরত বা আক্রান্তদের কাছ থেকে দূরত্ব বজায় রাখাসহ নানা সতর্কতা অবলম্বনের কথা বলছে জেলা প্রশাসন। সেই সাথে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকতে জেলা প্রশাসন সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছে।