ময়মনসিংহে করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসার জন্য ৫ বেডের ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) স্থাপন করা হচ্ছে। আইসিইউ স্থাপনের লক্ষ্যে এসকে হাসপাতালের টিবি ব্লকের ভবনটিকে ঘষামাজা করেই জরুরি ভিত্তিতে আইসিইউ ওয়ার্ডের কাজ শুরু করেছে গণপূর্ত অধিদপ্তর। গত বৃহস্পতিবার থেকেই গণপূর্ত বিভাগের নেতৃত্বে কাজ শুরু করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই আইসিইউ ইউনিটের কাজ শেষ হতে পারে। আইসিইউ ওয়ার্ডের পাশাপাশি চিকিৎসক ও নার্সদের জন্য আলাদা কর্ণার করা হচ্ছে।
জানাযায়, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে আগাম প্রস্তুতি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বেডের আইসিইউ ওয়ার্ড স্থাপন করা হচ্ছে।