অবশেষে ময়মনসিংহ মেডিকেলে এসে পৌঁছেছে নভেল করোনাভাইরাস পরীক্ষার কিট। খুব শিগগীরই ময়মনসিংহের লোকজন করোনাভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষা করতে পারবেন। এখন থেকে করোনা পরীক্ষায় আর তেমন সমস্যা হবেনা।
শনিবার ঢাকা থেকে প্রয়োজনীয় সরঞ্জাম, পিপিই ও কীট হাতে পৌঁছেছে বলে নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডেকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ লক্ষী নারায়ন মজুমদার বলেন, করোনাভাইরাস পরীক্ষার কিটের সাথে ডাক্তারদের জন্য পিপিইসহ অন্যান্য সরঞ্জাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজ শনিবার এসে পৌছেছে। অতিসত্বর করোনাভাইরাস পরীক্ষার কাজ শুরু হবে।