স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা (ডেপুটি সেক্রেটারি পদমর্যাদা) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। তার সংস্পর্শে ছিল এমন আরও কয়েকজনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) নতুন যে পাঁচ জন আক্রান্ত ব্যক্তির তথ্য জানিয়েছে—তাদের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তাও রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘তারা কোনও রোগীর ব্যক্তিগত তথ্য প্রকাশ করেন না।’ স্বাস্থ্য অধিদফতরের সূত্রটি আরও বলেন, ‘করোনায় আক্রান্ত ওই কর্মকর্তা এতদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এখন উচিত হবে তার চারপাশে যারা ছিলেন তাদের সবাইকে আইডেন্টিটি ফাই করে নমুনা সংগ্রহ করা।