ময়মনসিংহে বিদেশ ফেরত ১,৪২৮ জনকে এখনও খুঁজে পাচ্ছেনা প্রশাসন

Corona Mymensinghময়মনসিংহে করোনাভাইরাস নিয়ে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছেন বিদেশ ফেরতরা। চলতি বছরের ১ মার্চ থেকে অর্থাৎ গত ২৬ দিনে ২ হাজার ৬৪২ জন ব্যক্তি বিদেশ থেকে আসলেও ময়মনসিংহ স্বাস্থ্য দপ্তর ও স্থানীয় প্রশাসন এ পর্যন্ত খুঁজে পেয়েছে ১ হাজার ২১৪ জনকে। এখনও খুঁজ মিলছে না ১হাজার ৪২৮ জনের। নিখোঁজদের নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় আছেন ময়মনসিংহের প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

ময়মনসিংহ সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, এপর্যন্ত বিদেশ ফেরতদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে আছেন ৮৩৫ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়প্রাপ্ত / হোম কোয়ারেন্টাইন/ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন  হতে ছাড়পত্র পেয়েছেন ৪১১জন। তবে এখন পর্যন্ত কোনো আক্রান্তবা মৃত্যুবরণকারী রোগী নাই।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিশ্বে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় দেশের পরিবারের মধ্যে উকণ্ঠা দেখা দিলে প্রবাসী বা যারা দেশের বাইরে গিয়েছিলেন তারা নিজ দেশে ফিরে আসে। যদিওবা ময়মনসিংহে প্রবাসীর সংখ্যা খুবই কম।  কিন্তু প্রবাসীদের অনেকেই বাড়ি ফিরে আসলেও কোয়ারেন্টিনে থাকার ভয়ে স্থানীয় প্রশাসনকে সহযোগীতা করছে না।

Share this post

scroll to top