একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ চেয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের একটি প্রতিনিধি দল ইসিতে গেছেন। তারা সেখানে ১৩ দফা দাবি লিখিতভাবে দিয়েছেন। নির্বাচনী আচরণ বিধি পালন নিয়েও তারা আলোচনা করবেন।
আজ রোববার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধি দল কমিশনে যান। প্রতিনিধি দলে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থসহ আরও অনেকে রয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর ভোট হবে। এর আগে ২৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা, ২ ডিসেম্বর বাছাই ও ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রয়েছে।