নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও সিমেন্ট কোম্পানির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় শিক্ষার্থীসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নাটোর-পাবনা মড়াসড়কের গুনাইহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক ইউনুস আলী মুন্সীগঞ্জ সদরের চর সন্তোষপুর গ্রামের হোসেন আলী মাতব্বরের ছেলে। নিহত অপরজনের পরিচয় এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ। খবর পেয়ে জেলা প্রশাসক গোলামুর রহমান ও ইউএনও আনোয়ার পারভেজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার জানান, উপজেলার নাটোর-পাবনা মড়াসড়কের গুনাইহাটি এলাকায় নাটোর থেকে পাবনাগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে (ঢাকা মেট্রো ই ৬১-০০৪৪) বিপরীতমুখী যাত্রীবাহী বাস মিম আলিফ ট্রাভেলসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের চালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আহত হয় কলেজ শিক্ষার্থীসহ আরো অন্তত ৪০ জন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা ও এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।