ঈশ্বরগঞ্জে নৌকা পেতে বৈঠা নিয়ে বিক্ষোভ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নৌকা পেতে বৈঠা হতে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন।

আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে পৌর সদরের চৌরাস্তা মোড়ে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’র ব্যানারে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে  বিক্ষোভ চলে।

দলীয় সূত্র জানায়, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনটি মহাজোটের শরিক দল জাতীয় পার্টিকে দেয়ার সম্ভাবনা দেখা দেয়ায় তারা ওই বিক্ষোভ প্রদর্শন করছেন। হাতে কাঠের তৈরি বৈঠা ও মাথায় কাপনের কাপড় বেঁধে রাস্তা অবরোধ করে ওই বিক্ষোভ প্রদর্শন করছেন।

বিক্ষোভ চলাকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ: হেকিমকে বক্তব্য দিতে দেখা গেছে। এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মতিউর রহমান মতি, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান জুয়েল, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মান্নানসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top