করোনা ভাইরাস সংক্রমিত সন্দেহে একজন পুলিশ সদস্য ও তার পিতাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশান ইউনিটে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাত পৌঁনে ১০টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনের ওই কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়। তার সেবায় নিয়োজিত থাকায় বাবাকেও হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তারা মাগুরা সদর উপজেলার কাপাশাটি গ্রামের বাসিন্দা।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ জানান, মঙ্গলবার রাতে ওই পুলিশ কনস্টেবলকে তার বাবা করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে নিয়ে আসেন। তার জ্বর, মাথাব্যথা, সর্দি-কাশি ও গলা ব্যথা রয়েছে। প্রাথমিক পরীক্ষার পর তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। তিনি এই হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি প্রথম রোগী।
মঞ্জুর মোর্শেদ আরো জানান, ছেলেকে এরকম অসুস্থ অবস্থায় মাগুরা থেকে নিয়ে আসেন তার বাবা। চিকিৎসাসহ সেবা দেয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাকেও তাৎক্ষণিক করোনা ইউনিটে রাখা হয়েছে। তবে চিকিৎসকরা এখনো নিশ্চিত নন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কি না। তিনি বলেন, আমরা জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সঙ্গে যোগাযোগ করছি। আইইডিসিআরের সঙ্গে যোগাযোগের পর তাদের স্যাম্পল কাল বৃহস্পতিবার সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম জানান, ওই পুলিশ কনস্টেবল ৩ মার্চ থেকে পক্সে আক্রান্ত হয়ে মাগুরায় গ্রামের বাড়িতে ছুটিতে ছিলেন। মঙ্গলবার কেএমপিতে যোগদান করতে এলে তার শারীরিক সমস্যার কারণে তাকে হাসপাতালে পাঠানো হয়। সঙ্গে তার পিতাকেও সতর্কতামূলকভাবে হাসপাতালে রাখা হয়েছে।