বান্দরবান জেলার কেরানীহাট সড়কের কসাইপাড়ায় বুধবার ভোর সাড়ে ৬টায় ট্রাক উল্টে মো. আল-আমিন (৩৪) নামে এক বিজিবি সদস্য নিহত এবং ৪ সদস্য আহত হয়েছে। মৃত ব্যক্তি বিজিবির বড়কল ৪৫ ব্যাটালিয়নের সৈনিক।
আহতরা রাজনগর বিজিবি ৩৭ ব্যাটালিয়নের ল্যান্স নায়েক সাইফুল ইসলাম, ছোট হরিণা বিজিবি ১২ ব্যাটালিয়নের সৈনিক মো. আসাদুজ্জামান ও জমিরুল ইসলাম, রাঙ্গামাটি সেক্টরের সৈনিক মো. এখলাছ।
বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম জানিয়েছেন, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে বিজিবি সদস্যরা সাতকানিয়া বাইতুল ইজ্জত বিজিবি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বিআরটিসি’র একটি খাদ্য বোঝাই ট্রাকে করে বান্দরবানে নিজ বাড়িতে আসছিল। পথে কসাই পাড়া এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তারা গুরু তর আহত হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে বিজিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর মোহাম্মদ আল-আমিন মারা যায়। সূত্র : বাসস