বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০

বগুড়ার শেরপুরে বাস-ট্রাক সংর্ঘষে চার জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, বগুড়াগামী লবণবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৩-১৬৬৮) সাথে বগুড়া থেকে সিরাজগঞ্জগামী লাব্বিক পরিবহন নামের বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে লবণবোঝাই ট্রাক উল্টে চার যাত্রী নিহত হয়। এছাড়াও বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়।

হতাহতদের পরিচয় এখনা নিশ্চিত করতে পারেনি পুলিশ ও ফাযার সার্ভিস।

শেরপুর ফায়র সার্ভিসে স্টেশন অফিসার রতন ইসলাম জানান, নিহত চারজনই পুরুষ। তারা ট্রাকের যাত্রী। দুর্ঘটনায় আহতদের উদ্ধার তৎপরতা চলছে।

Share this post

scroll to top