ময়মনসিংহে চাচা চৌধুরী মোঃ ইসহাকের গুলিতে ভাতিজা আবু সাঈদ গুলিবিদ্ধ। খবর পেয়ে চাচা চৌধুরী মোঃ ইসহাক তার স্ত্রী আয়শা আক্তার আন্নিকে আটক করেছে।
গুলিবিদ্ধ আবু সাঈদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
এ সময় পুলিশ তার কাছ থেকে ইয়ারগান ও ইয়ারগানে ব্যবহারের গুলি বা শিষা উদ্ধার করে। প্রাপ্ত তথ্য মত, চৌধুরী মোঃ ইসহাক ময়মনসিংহ নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন ৪২ আর কে মিশন রোডের বাসায় মঙ্গলবার বিকালে পুকুরপাড়ে বসে নিজের তৈরী চানমারী(স্টিলের প্লেট) ফায়ারিং প্র্যাকটিস করছিল।
এ সময় টাগেট এলাকার কাছে থাকা আবু সাঈদের বুকে গুলি লাগে। আবু সাঈদকে গুলিবিদ্ধ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কোতোয়ালী পুলিশের একটি শক্তিশালী টিম তাৎক্ষনিক অভিযান চালিয়ে চাচা চৌধুরী মোঃ ইসহাক ও তার স্ত্রী আয়শা আক্তার আন্নিকে আটক করে থানায় নিয়ে আসে বলে কোতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার নুর মোহাম্মদ জানিয়েছেন।