নেত্রকোনা -৩ আটপাড়া-কেন্দুয়া আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল পদত্যাগ করেছেন। আজ সকালে তিনি এ পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
তিনি উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। সর্বশেষ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী নির্বাচিত জনপ্রতিনিধিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হলে তাদেরকে পদত্যাগ করতে হবে। ফলে নির্বাচনে অংশগ্রহণ করতে হলে বাধ্য হয়েই জনপ্রতিনিধিদেরকে তাদের স্বীয় পদ থেকে পদত্যাগ করতে হবে।