করোনাভাইরাস রোধে জনসচেতনতা বৃদ্ধিতে ময়মনসিংহ শহরে পানির ট্যাংক স্থাপন করেছে র্যাব -১৪। সেইসাথে করোনা ভাইরাসকে পুঁজি করে ময়মনসিংহে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্যও শহরের বিভিন্ন বাজারে মনিটরিং শুরু করেছে র্যাব।
মঙ্গলবার শহরের ছোট বাজার ও চরপাড়া এলাকায় র্যাবের উদ্যোগে দুটি পানির ট্যাংক স্থাপন করা হয়েছে। ময়মনসিংহ র্যাব-১৪ এর অধিনায়ক লে. ক. এফতেখার উদ্দিন দুটি পৃথকস্থানে স্থাপিত পানির ট্যাংক এর উদ্ধোধন করেন। এ সময় র্যাব ১৪ এর এএসপি হাফিজুল ইসলাম, মিডিয়া অফিসার এএসপি তৌফিকুল আলম, এএসপি জুনাঈদ আফরাদ, এএসপি সমীর সরকার, প্রেসক্লাব সেক্রেটারি অমিত রায় উপস্থিত ছিলেন।