বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এসি) পদমর্যাদার ১১৭ জন কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ৩৫তম বিসিএসের মাধ্যমে যোগ দেওয়া চার জন এবং ৩৬তম বিসিএস পরীক্ষার মাধ্যমে যোগ দেওয়া ১১৩ জনকে বদলি/পদায়ন করা হয়। পদায়ন প্রাপ্ত কর্মকর্তারা বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সমাপ্তির পর বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন।