করোনা সন্দেহে আইসোলেশনে ৮ বছরের শিশু

দিনাজপুরের বিরামপুরে করোনাভাইরাস সন্দেহে ৮ বছরের এক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে তার নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এ পাঠানো হয়েছে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সোলায়মান হোসেন মেহেদী জানান, গতকাল সোমবার দুপুরে জ্বর-সর্দি, শ্বাসকষ্ট নিয়ে বিরামপুর হাসপাতালে ওই শিশুটিকে ভর্তি করা হয়। তিনি জানান ভর্তি হওয়া শিশুটির মধ্যে করোনার সব লক্ষণ স্পষ্ট। তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।

শিশুর বাড়ি হাকিমপুর উপজেলার ভারতের সীমান্তবর্তী একটি গ্রামে। গত সাতদিন ধরে ওই শিশু জ্বর, শ্বাসকষ্ট, সর্দিতে আক্রান্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Share this post

scroll to top