ময়মনসিংহে ৪৭০ বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে

Corona Mymensingh

ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত নতুন ৮১জনসহ মোট ৪৭০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে। গত এক মাসে প্রায় ৩ হাজার ৩শত প্রবাসী বিদেশ থেকে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় এসেছেন।

ময়মনসিংহ সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, ২৪ ঘন্টায় বিদেশ ফেরত নতুন ৮১জনসহ মোট ৪৭০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে নান্দাইলে ৫৯, ঈশ্বরগঞ্জে ২২, গৌরীপুরে ২৪, ফুলপুরে ৩৭, হালুয়াঘাটে ৪, ধোবাউড়ায় ২৫, মুক্তাগাছায় ৮৪, ফুলবাড়িয়ায় ৫৯, ত্রিশালে ২৫, ভালুকায় ২৫, গফরগাওয়ে ৫৮, ময়মনসিংহ সদরে ৪৭জনসহ ৪শত ৭০ হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নান্দাইলে ৮, ঈশ্বরগঞ্জে ৪, গৌরীপুরে ৪, ফুলপুরে ৩, হালুয়াঘাটে ১, মুক্তাগাছায় ৪, ফুলবাড়িয়ায় ১৫, ত্রিশালে ১৩, ভালুকায় ৫, গফরগাওয়ে ১০ এবং সদরে ১৪জনসহ ৮১জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এছাড়া এ পর্যন্ত মাত্র একজন রোগী হাসপাতাল কোয়ারেন্টাইনে রয়েছেন। গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত ৪৮জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাাড়পত্র দেয়া হয়েছে। তবে ময়মনসিংহে এ পর্যন্ত মৃত্যু ঝুকির কোন খবর পাওয়া যায়নি।

Share this post

scroll to top